২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

রাইজআপ ল্যাবসের এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন

টেকসিঁড়ি রিপোর্ট : রাইজআপ ল্যাবস এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন করেছে।

গত শনিবার ও রবিবার (৩০ ও ৩১ ডিসেম্বর) গাজীপুরের বেসক্যাম্প রিসোর্টে আয়োজন করা হয় এই রিট্রিট পরিকল্পনা ।

নতুন বছর নয়, কোম্পানীর সব অর্জন একসাথে উদযাপন করতে ভিন্ন এই উদ্যোগ নেয় আইটি কোম্পানী রাইজআপ ল্যাবস।বছরের সেরা কর্মীদের অবদান ও তার স্বীকৃতি দিতে আয়োজন হয় স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস।

দুইদিনের এই সফর সম্পর্কে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, স্পটলাইট ইভেন্ট এবং এন্যুয়াল রিট্রিট হলো সারা বছর কর্মীদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং কাজের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার একটি ক্ষুদ্র প্রয়াস।

Related posts

থাইল্যান্ডে ইউএন এসকাপ-এর ৮০তম সম্মেলনে সভাপতিত্ব করেন পলক

Samiul Suman

তথ্যপ্রযুক্তি খাতে ২০৩১ পর্যন্ত কর অব্যাহতির দাবি ৫ সংগঠনের

Tahmina

গুজবের শিকার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক,যশোর

Tahmina

Leave a Comment