28 C
Dhaka
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

শুরু হলো ‘স্মার্ট বাংলাদেশ লোগো ডিজাইন প্রতিযোগিতা’

টেকসিঁড়ি রিপোর্ট : শুরু হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ লোগো ডিজাইন প্রতিযোগিতা’। চূড়ান্তভাবে একজন বিজয়ী ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে।

স্মার্ট বাংলাদেশ-এর জন্য প্রস্তুতকৃত লোগোটি হবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। যে বাংলাদেশ হবে জনকল্যাণমুখী আধুনিক প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তি ও সৃজনশীল। 

স্মার্ট বাংলাদেশ লোগো ডিজাইন প্রতিযোগিতা থেকে নির্বাচিত লোগোটি হবে উদ্ভাবনী ও উন্নত স্মার্ট বাংলাদেশের প্রতীক।

বয়স পেশা নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সৃজনশীল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাও এই লোগো ডিজাইন প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ তিনটি লোগো জমা দিতে পারবে।

অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায় logo.smartbangladesh.gov.bd

লোগো পাঠানোর সময় ৭ জুন থেকে ১৫ জুলাই ২০২৪ রাত ১২টা পর্যন্ত।

যা যা লাগবে :

  •  আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের কাছ থেকে লোগো আহ্বান করা যাচ্ছে।
  •  লোগোটি মৌলিক হতে হবে।
  •  লোগো তৈরির যৌক্তিকতা ১০০ শব্দের মধ্যে ব্যাখ্যা করতে হবে।
  •  লোগোটি সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে JPEG/PNG ফরমেটে তৈরি করতে হবে।
  •  লোগোটি এই ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে আপলোড করতে হবে।
  •  প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কপিরাইট আইনের বিধান অনুসরণ করতে হবে।
  •  প্রতিযোগিতায় জমা দেওয়া লোগো অন্যত্র ব্যবহার করা যাবে না।
  •  চূড়ান্তভাবে বিজয়ী ব্যক্তি/প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ্) এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

প্রতিযোগিতার ফলাফলের তারিখ ওয়েবসাইটে প্রকাশিত হবে। হালনাগাদ তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন বা এসপায়র টু ইনোভেট (এটুআই) এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ্) বা হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার ফেসবুক পেইজও অনুসরণ করতে পারেন।

Related posts

ভারতীয় স্মার্টফোনে শাওমির অ্যাপ স্টোর ফোনপে’তে

Tahmina

প্রথম আলোর ওয়েবসাইট হ্যাকড, জুড়ে দেয়া হলো সতর্কবার্তা

TechShiri Admin

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে বাংলাদেশ স্যাটেলাইট-১

Tahmina

Leave a Comment