24 C
Dhaka
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

২০২৫ সালে পৃথিবীতে ৯০% ইন্টারনেট সরবরাহ করবে স্টারলিংক

টেকসিঁড়ি রিপোর্ট : সামাজিক মাধ্যম এক্স এর মালিক এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক দাবি করেছেন, স্টারলিংক হল একমাত্র উচ্চ-ব্যান্ডউইথ ইন্টারনেট সিস্টেম যা সমগ্র পৃথিবীকে কভার করে এবং এটি আগামী বছরের মধ্যে সমস্ত স্পেস-ভিত্তিক ইন্টারনেট ট্র্যাফিকের ৯০% সরবরাহ করবে।

মাস্ক মারিও নওফাল নামে একটি এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিক্রিয়া জানাতে বলেন, বিশ্বে প্রায় ৬,২৯০টি সক্রিয় স্টারলিংক উপগ্রহ রয়েছে এবং এই উপগ্রহগুলি অচেনা , অজানা এলাকায় কভারেজ সহ সংযোগ প্রদান করতে সক্ষম।

নওফালের পোস্টের জবাবে মাস্ক লিখেন, “স্টারলিংক হল একমাত্র উচ্চ-ব্যান্ডউইথ ইন্টারনেট সিস্টেম যা সমগ্র পৃথিবীকে কভার করে। এটি সম্ভবত আগামী বছর সমস্ত মহাকাশ-ভিত্তিক ইন্টারনেট ট্রাফিকের ৯০% এরও বেশি সরবরাহ করবে।”

স্পেসএক্স-এর ব্রেনচাইল্ড, স্টারলিঙ্ক যার স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বব্যাপী দূরবর্তী স্থানগুলিতে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে। এটি ইলন মাস্কের অন্যতম সফল উদ্যোগ। এছাড়া তিনি ইভি জায়ান্ট টেসলার সিইও ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পরিচালনা করেন।

Related posts

রুয়েট যাচ্ছে ৮ম হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে

Samiul Suman

প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ফ্রান্সের ‘স্কুল ফোরটি টু’র সাথে চুক্তিতে যাচ্ছে দেশ

Tahmina

বেসিস সদস্যদের বিশেষ দুটি সেবা দেবে এনআরবি ব্যাংক

Tahmina

Leave a Comment