28 C
Dhaka
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

২১তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ৪ দল

টেকসিঁড়ি রিপোর্ট : তুরস্কে চলছে ২১তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতা। দেশটির ইজমির শহরে বাংলাদেশ থেকে চার দলের মোট ১২ প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

তিন দিনব্যাপী ২১তম আসরে বিশ্বের সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। চলছে বিচার কাজ।

বাংলাদেশ থেকে অংশ নেয়া ৪টি দল হলো মায়ের দোয়া_রোবোটিক্স, সাইবার স্কোয়াড, চেইঞ্জ মেকার্স ২০২৪ ও টিম সাইবারওয়েভ। 

এ প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশ দলের সদস্যরা হলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম, রাজউক উত্তরা মডেল কলেজের এস এম মহিউদ্দিন সামি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আফিয়া হুমায়রা, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ওমেরা ফিদান, এস ও এস হারম্যান মেইনার কলেজের নুজহাত জাহান, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আনজুম পুষ্প, সরকারি মদন মোহন কলেজের বি এম হামীম, স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার শেহরিজাদ, ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরাহ মাহতালত এবং আশালীনা যোহারিন।

‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশের জাতীয় পর্ব আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এর আগে, গত সেপ্টেম্বরে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প। সেই ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়েছে।

Related posts

ইসরায়েলে ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ স্থগিত করল ইন্টেল

Tahmina

নগ্ন অবস্থা শনাক্ত হলেই ফেসটাইমে ভিডিও কল স্থগিত

TechShiri Admin

৩টায় চালু হচ্ছে ফোর-জি মোবাইল ইন্টারনেট, বন্ধ থাকবে টিকটক, ফেসবুক

TechShiri Admin

Leave a Comment