24 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

২৬ জুন বন্ধ হচ্ছে আইসিকিউ

টেকসিঁড়ি রিপোর্ট : দীর্ঘ প্রায় তিন দশক চালু থাকার পর বন্ধ হয়ে যাচ্ছে আইসিকিউ। ইংরেজি i seek you থেকে এই অ্যাপের নাম দেয়া হয়। রাশিয়ান কোম্পানি ভিকে জানিয়েছে, আগামী ২৬ জুন থেকে আর কাজ করবে না আইসিকিউ। ভিকে ২০১০ সাল থেকে আইসিকিউ পরিচালনা করছিল।

আইসিকিউ হলো ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস অ্যাপ। ইন্টারনেট ব্যবহারের শুরু দিকে এই অ্যাপ যাত্রা করে। একটি নাম্বারের [ফোন নাম্বার নয়] মাধ্যমে ব্যবহারকারীরা ইমেইল বা ইউজারনেমের বদলে এই অ্যাপে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতেন। এছাড়া আইসিকিউতে ক্ষুদেবার্তা পাঠানোর এবং অফলাইনে থাকা কাউকে বার্তা পাঠানোর সুবিধাও ছিল।

ইসরাইলি কোম্পানি মিরাবিলিস ১৯৯৬ সালে এই কোম্পানি ডেভেলপ করে। ১৯৯৮ সালে এওএল এটিকে কিনে নেয়। এক পর্যায়ে প্রায় ১০ কোটি নিবন্ধিত ব্যবহারকারী পেয়েছিল আইসিকিউ।

অ্যাপটি অ্যাপলের ডিজিটাল শপ এবং গুগলের প্লে স্টোর উভয় স্থান থেকেই সরিয়ে নেয়া হয়েছে ।

Related posts

বাংলালিংক ও টেলিটক গ্রাহকদের জন্য সুখবর!

Tahmina

স্পেসএক্সের স্টারশিপ মহাকাশে বিস্ফোরিত, মাস্ক বললেন, ‘ছোটখাটো বিপর্যয়’ ‘

eix48

রকমারি !

Tahmina

Leave a Comment