১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

অক্টোবরেই মাইক্রোসফট ৩৬৫ ডোমেইনে চালু হচ্ছে আইপি ভার্সন ৬

টেকসিঁড়ি রিপোর্টঃ ১ অক্টোবর, ২০২৪ থেকে, মাইক্রোসফট ধীরে ধীরে সমস্ত গ্রাহক স্বীকৃত ডোমেনের জন্য আইপি ভার্সন ৬ চালু করছে । মাইক্রোসফ্ট তাদের এক্সচেঞ্জ অনলাইন সেবা আপডেট করছে যাতে গ্রাহকরা সহজেই তাদের সার্ভিসগুলো পেতে পারে সাথে যুক্ত হচ্ছে আইপি ভার্সন ৬ এর বাড়তি নিরাপত্তা।


এখন থেকে কেউ একটি ইমেল পাঠানোর চেষ্টা করে এবং ডোমেনের জন্য MX রেকর্ড জিজ্ঞাসা করে, তখন তারা তাদের MX রেকর্ডের প্রশ্নের জবাবে IPv4 এবং IPv6 ঠিকানা (AAAA রেকর্ড) দুটোই পাবে৷ IPv6 কানেক্টিভিটির সুবিধা নিতে নিশ্চিত করতে হবে যেন নেটওয়ার্কের Exchange Online, IPv6 এন্ডপয়েন্টকে সেইভাবে অনুমতি দেয় যেভাবে এটি IPv4-কে অনুমতি দেয়৷

এক্সচেঞ্জ অনলাইন IPv6 এন্ডপয়েন্টগুলি এখানে পাওয়া যাবে: https://lnkd.in/dnKsZ2cp। যে গ্রাহকদের শুধুমাত্র IPv4-ই থাকতে হবে তারা তাদের স্বীকৃত ডোমেনের জন্য IPv6 থেকে অপ্ট আউট করতে পারেন।

Related posts

বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ

TechShiri Admin

‘যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৃষ্টান্ত’

Tahmina

যাত্রা করলো এআই-ভিত্তিক ম্যানেজমেন্ট টুল ক্যারিয়ার ক্যানভাস

Tahmina

Leave a Comment