27 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

আইডিয়ার স্টার্টআপ স্কুট এর ই-বাইক রংপুরে

টেকসিঁড়ি রিপোর্টঃ খুলনা, রাজশাহী, সিলেট এবং বগুড়ার পরে রংপুরে স্কুট লিমিটেড তাদের কার্যক্রম চালু করতে যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “স্কুট লিমিটেড” ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ।

রবিবার, ১০ মার্চ বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে এই স্বাক্ষর হয়।

এতে স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর প্রধান জেনিথ লিংকন মজুমদার স্বাক্ষর করেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, ল্যাব অপারেশন বিষয়ক পরামর্শক আবুল কালাম এহসানুল কালাম আজাদ এবং আইটি সার্ভিস ও সাপোর্ট বিষয়ক পরামর্শক মোঃ মোমেনুল ইসলাম।

এমওইউ এর মাধ্যমে রংপুরে আগামী এপ্রিল, ২০২৪ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে জানায় স্কুট কর্তৃপক্ষ।

বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি সমৃদ্ধিকরণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের নির্দেশনায় আইডিয়া প্রকল্প স্টার্টআপদের উন্নয়নে অনুদান প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের কো-ওয়ার্কিং স্পেস, বিজনেস বিষয়ে বিভিন্ন পরামর্শ, ফ্যাব ল্যাব সুবিধা প্রদানসহ নানাভাবে সহযোগিতা প্রদান করছে।
অনুদানপ্রাপ্ত এ সকল স্টার্টআপদের মধ্যে বেশ কিছু স্টার্টআপ ভালো করছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল “স্কুট লিমিটেড (Skoot Ltd.)”।

Related posts

টেসলার বিক্রি অপ্রত্যাশিতভাবে নেমে গেছে

Tahmina

‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাইবার স্পেসে মিথ্যা তথ্যের ব্যাপকতা বৃদ্ধি পাবে’

Tahmina

এআই ব্যবহার করলেও ভলান্টিয়ারদের প্রতিস্থাপন করবে না উইকিপিডিয়া

Tahmina

Leave a Comment