26 C
Dhaka
২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

আইসিপিসি তে বাংলাদেশের চমক!

টেকসিঁড়ি রিপোর্ট : প্রোগ্রামিং এর জন্য বিশ্বকাপ খ্যাত আসর আইসিপিসি বা ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে এবার বাংলাদেশ চমকে দিয়েছে ।

৪৬ তম আসরে বুয়েটের দল “টিম পটেটোস” পশ্চিম এশিয়ায় চ্যাম্পিয়ন এবং পুরো বিশ্বের ১২৮টি দলের মধ্যে ২৮ তম হয়েছে। দলটি ১১টি সমস্যার মধ্যে ৬টি সমস্যা সমাধান করতে সক্ষম হয় ৷ এই আসরে বুয়েট পেছনে ফেলেছে স্ট্যানফোর্ড, ক্যামব্রিজসহ ভারতের আইআইটির মত প্রতিষ্ঠানগুলোকে।

১৪ থেকে ১৯ এপ্রিল এই প্রতিযোগিতার ৪৬ এবং ৪৭ তম ফাইনাল মিশরের লুক্সর শহরে অনুষ্ঠিত হয়েছে।

৪৬ তম আসরে ঢাবি বিশ্বে ৩৫ তম এবং বাংলাদেশ থেকে দ্বিতীয়, আর রুয়েট ৯১তম অবস্থান অর্জন করে। এ আসরে T নাম্বার প্রবলেমের সর্বপ্রথম সমাধানের কৃতিত্ব পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিম।

৪৭ তম আসরে পশ্চিম এশিয়ার চ্যাম্পিয়ন হয় আইআইটি দিল্লি। ১৩০টি দলের মধ্যে বুয়েটের বিশ্বে ৬৫ তম, ব্র্যাক ইউনিভার্সিটি ৭৫তম এবং ঢাবির বিশ্বে ১২৪ তম হওয়ার মাধ্যমে বাংলাদেশ এই আসরেও ৩টি স্থান অর্জন করে।

আইসিপিসি এর ৪৬ তম আসরে বিশ্বের ১ম স্থান অর্জন করেছে চায়নার পিকিং ইউনিভার্সিটি এবং ৪৭ তম আসরে ১ম স্থান অর্জন করেছে রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অভ ইকোনমিকস।

৩৪টি দেশের ৮৯টি বিশ্ববিদ্যালয়ের থেকে প্রতিযোগিরা মিশরের এই শহরে জড়ো হয়।

Related posts

বন্ধুদের সাথে খেলার জন্য সেরা মাল্টিপ্লেয়ার স্যুইচ গেম

Tahmina

৪ দিনব্যাপী ‘Export Readiness for SMEs’ প্রশিক্ষণ আবেদন শুরু

Tahmina

নগদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: শাফায়েত আলম

TechShiri Admin

Leave a Comment