29 C
Dhaka
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

আগামী প্রজন্মকে বাঁচাতে পর্নোগ্রাফি ও জুয়ার সকল সাইট – লিংক বন্ধ করতে হবে

টেকসিঁড়ি রিপোর্ট : দেশের আগামী প্রজন্মর জন্য পর্নোগ্রাফি ও জুয়ার সকল সাইট – লিংক বন্ধের দাবি জানিয়েছে গ্রাহক অধিকার নিয়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

দেশে জুয়া খেলা বাড়ছে, বাড়ছে সাইবার অপরাধ, সেই সাথে তরুণ প্রজন্ম পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে। যার ফলে বাড়ছে ইন্টারনেটের অপব্যবহার বা ইন্টারনেট আসক্তি, পর্নোগ্রাফি আসক্তি, আর এর মাধ্যমে বাড়ছে বিষন্নতা, মানসিক চাপ যা ভয়াবহ হুমকি।

৪ নভেম্বর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর থেকে গত বছর ২০২৩ সালের জুন পর্যন্ত বিটিআরসি ১২ হাজার তিনটি অনলাইন ব্যাটিং সাইট বন্ধ করেছিল। এমনকি পর্নোগ্রাফির বহু সংখ্যক সাইট বন্ধ করেছিল। কিন্তু সামগ্রিকভাবে বন্ধ করা যায়নি এবং কার্যক্রম চলমান রাখতে পারেননি নিয়ন্ত্রক কমিশন। এমনকি টেলিকমিউনিকেশন নিরাপত্তার সাথে যুক্ত এনটিএমসি।

পর্নো এবং জুয়া এ দুটি ওতপ্রোতভাবে যুক্ত। যারা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছেন বিশেষ করে যাদের জুয়া এবং পর্নোগ্রাফিতে আসক্তি বেশি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ‌।
জুয়া বা পর্নোগ্রাফি সাইড লিংক এমন কি অ্যাপগুলি বন্ধ করা না গেলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এর সাথে যুক্ত হচ্ছে নানা শ্রেণীর বয়সের লোকজন।

সরকারের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং গণমাধ্যম, অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা, সরকার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন নিরাপত্তায় জনসচেতনতা তৈরি করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে সংগঠনটি।

সাম্প্রতিক সময়ে এক গবেষণায় দেখা গিয়েছে দেশে কিশোর কিশোরীদের ৬৩ শতাংশ ইন্টারনেটে আসক্ত। বিষন্নতায় ভুগছে ৭৬ দশমিক ৬ শতাংশ। গবেষণাটিতে সবচাইতে ভয়াবহ তথ্য হচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে ৬২.৯ শতাংশ পর্নোগ্রাফিতে আসক্ত।

অন্যদিকে এসোসিয়েশনের নিজস্ব পরিসংখ্যানে লক্ষ্য করা যায় যে, দেশের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি ইন্টারনেট ব্যবহারকারী জুয়ায় আসক্ত। পাড়া মহল্লায় একটি ডিভাইস ব্যবহার করে দুই বা ততোধিক চারজন এমনকি দর্শক হিসেবে আরো ৪-৫ জন মিলে জুয়া খেলায় লিপ্ত হচ্ছে। এ সকল জুয়া খেলায় প্রথমে কিছু অর্থ প্রাপ্ত হলেও ৯৯% ক্ষেত্রেই প্রতারিত হয়। আর এ সকল জুয়ার বিজ্ঞাপন ও লিংক অনলাইনে হাজার হাজার।

পর্নোগ্রাফি সাইটে ঢুকলেই জুয়ার বিজ্ঞাপন। এমনকি সব জুয়ার বিজ্ঞাপনে দেশি-বিদেশি নামকরা সেলিব্রেটি অংশ নিচ্ছে দেখা যায়। ফায়ারফক্স মজিলা, opera mini, ব্যাটা, এমনকি ক্রোমো ব্রাউজে অবাধে সার্চ দিলেই মিলছে পর্নোগ্রাফির লিংক। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে যৌন ব্যবসা বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে স্পর্শ করার সাথে সাথে গ্রাহকের হোয়াটসঅ্যাপে সংযুক্ত হয়ে যাচ্ছে। গ্রাহকের তথ্য হাতিয়ে নিচ্ছে ঐ সকল অপরাধী যৌন ব্যবসায়ী।

Related posts

ডুয়েট এইআই কি !

Samiul Suman

খুলনার কয়রায় স্মার্ট পোস্ট সেন্টার উদ্বোধন

Tahmina

নতুন চিপ এবং সার্ভার চালু করেছে আইবিএম

Tahmina

Leave a Comment