১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

উপাসনালয়ে হামলার তথ্য জানাতে হটলাইন নম্বর চালু

টেকসিঁড়ি রিপোর্ট : দেশের বিভিন্ন এলাকায় সনাতন সম্প্রদায়ের বাড়ি ও উপাসনালয়ে হামলার অভিযোগ উঠেছে। এসব হামলা প্রতিহত করতে দেশের বিভিন্ন এলাকার স্থানীয়রা পাহারার ব্যবস্থা করেছেন। এবার অন্তর্বর্তী সরকার এসব হামলা প্রতিরোধে হটলাইন নম্বর চালু করেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে চালু করা হটলাইন নম্বরে (০১৭৬৬-৮৪৩৮০৯) তথ্য জানানোর অনুরোধ জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ের দেয়া বার্তায় জানানো হয়, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা হলে ০১৭৬৬-৮৪৩৮০৯  নম্বরে তথ্য জানানোর অনুরোধ করা হলো।

Related posts

“মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে”

Tahmina

বগুড়ার তরুণ-তরুণীরা ঢাকামুখী বা বিদেশমুখী হবে না : পলক

Samiul Suman

মাইক্রোসফট টিমস : এক অ্যাপেই চলবে ব্যবসা, শিক্ষা ও ব্যক্তিগত কাজ

TechShiri Admin

Leave a Comment