১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

এখনো উদ্ধার হয়নি আজহারীর ইউটিউব চ্যানেল

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। মাওলানা আজহারির টিম সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছেন ।

মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাঈদ হক ইউটিউব চ্যানেল হ্যাকের বিষয়টি মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।

বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারো হাতে নাই বলেও নিশ্চিত করেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Related posts

স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করবে লস অ্যাঞ্জেলেস স্কুল বোর্ড?

Samiul Suman

সাইবার হামলার শিকার পুবালী ব্যাংক এর ওয়েবসাইট

TechShiri Admin

১ম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে ৪টি পদক অর্জন বাংলাদেশের

Tahmina

Leave a Comment