৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

কাজের চাপে আত্মহত্যা করলো দক্ষিণ কোরিয়ায় রোবট !

টেকসিঁড়ি রিপোর্ট : ঘটনার এক আশ্চর্যজনক মোড় ঘটে গেছে , দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল ভবনের সিঁড়ির নীচে রোবট সুপারভাইজারকে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে । ‘রোবট সুপারভাইজার’ এই নামে পরিচিত রোবটটি কাউন্সিল ভবনের প্রথম এবং দ্বিতীয় তলার মধ্যে একটি সিঁড়ির নীচে স্তূপ হয়ে পড়েছিল।

ঘটনাটি গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঘটে। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেন , রোবটটিকে অদ্ভুত আচরণ করতে দেখা গেছে, এক জায়গায় এমনভাবে ঘুরছে যেন কিছু একটা আছে”।

গুমি সিটি কাউন্সিলে কর্মরত একজন রোবট সিভিল সার্ভেন্ট দেশটির প্রথম “রোবট আত্মহত্যা” বলে অভিহিত করার পরে এই নিয়ে জাতীয় বিতর্কের জন্ম দিয়েছে।

ঘটনাটি রোবটের কাজের চাপ এবং রোবট একীকরণের বিস্তৃত প্রভাব সম্পর্কে লাখ লাখ প্রশ্নের জন্ম দিয়েছে। গুমি সিটি কাউন্সিল জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে রোবট দত্তক নেওয়ার পরিকল্পনাকে বাতিল করে দিয়েছে।

Related posts

২১তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ৪ দল

Tahmina

১৪ নভেম্বরের মধ্যে ই কমার্স নিয়ে অভিযোগ দিন ভোক্তা অধিকারে

Tahmina

গুগল লঞ্চ করেছে জেমিনাই ২ .০

Tahmina

Leave a Comment