28 C
Dhaka
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

কুষ্টিয়ার ফ্রিল্যান্সার কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

টেকসিঁড়ি রিপোর্ট : কুষ্টিয়ার ফ্রিল্যান্সার কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে বুধবার। কুষ্টিয়া জেলার ৬ টি উপজেলা থেকে ফ্রীল্যান্সাররা স্বতঃস্ফুর্ত ভাবে অনুষ্ঠানে অংশ নেন।

প্রায় ১০০ জন প্রফেশনাল ফ্রিল্যান্সার উপস্থিত ছিলেন আয়োজনে। আয়োজকদের পক্ষ থেকে এনামুল হক জানান, ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে আমরা আগামীতে আরো বড় পরিসরে ইভেন্ট করবো, আমার প্লান আছে সেটা শুধু ইভেন্ট বা মিটাপ টাইপ না বরং ডে লং ওয়ার্কশপ টাইপস কিছু হবে। যেনো সবাই সেখান থেকে কিছু শিখতে পারে আর সেই জন্য সবার বিশেষ করে এক্সপারট ও সিনিওর দের সাপোরট চাই।

তিনি চমৎকার এই অনুষ্ঠান সফল করার জন্য আব্দুল্লাহ আল ফারুক, আশফিকুর রহমান আভাষ, মাহবুব আলম অভিকে ধন্যবাদ জানান।

Related posts

বন্যা কবলিত এলাকায় কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল, একাধিক নির্দেশনা

Tahmina

জুলাই আহতদের আইসিটি স্কিল দিয়ে সহায়তা করবে আইসিটি ডিভিশন

Tahmina

এআই ব্যবহারে লাভের মুখ দেখলো ডুওলিঙ্গো

Tahmina

Leave a Comment