১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির জন্য গঠিত হলো ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’

টেকসিঁড়ি রিপোর্ট : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি ধরে রাখতে গঠিত হয়েছে “জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন” । ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পেয়েছে। এ নতুন বাংলাদেশ প্রাপ্তিতে ঝরেছে অনেক নাম না জানা শহিদের রক্ত। ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, মূলত ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মৃতি ধরে রাখা, গণঅভ্যুত্থানে সকল শহিদ পরিবারকে পুনর্বাসন করা এবং আহতদের চিকিৎসা ব্যয় বহন করাই ফাউন্ডেশন গঠনের মূল উদ্দেশ্য।

ফাউন্ডেশনে ব্যক্তি পর্যায়ে আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রবাসীদের কাছ থেকেও সহযোগিতা নেয়া হবে। সরকারও এ ফাউন্ডেশনে অর্থ প্রদান করবে।

ফাউন্ডেশনের জন্য অনুমোদিত ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক হিসেবে আছেন মীর মাহবুবুর রহমান যিনি শহিদ মুগ্ধের ভাই, কোষাধক্ষ্য হিসেবে আছেন কাজী ওয়াকার আহমাদ, দপ্তর সম্পাদক হিসেবে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো: নাহিদ ইসলাম, নির্বাহী সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। পরবর্তীতে আরও ১৪ জন সদস্য এই কমিটিতে সংযুক্ত হবে।

যে ব্যাংক একাউন্টে সহায়তা পাঠানো যাবে: একাউন্টের নাম: জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন হিসাব নম্বর: ৪৪২৬৩০১০২৮৬৭০ রমনা কর্পোরেট ব্রাঞ্চ সোনালী ব্যাংক পিএলসি।

কার্যনির্বাহী পরিষদ ২৪ আগস্ট ২০২৪ থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত দু বছর মেয়াদের জন্য অনুমোদন করা হয়েছে।

Related posts

নোবেল পুরস্কার পেলেন ২ মাইক্রোআরএনএ গবেষক

Tahmina

ওয়াই-ফাই এর চেয়ে শতগুন বেশী গতিসম্পন্ন লাই-ফাই!

Samiul Suman

অ্যাপল ও গুগলের ‘মোবাইল ইকোসিস্টেম’ বাজার ক্ষমতা নিয়ে তদন্ত করছে যুক্তরাজ্য

Tahmina

Leave a Comment