৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

গুগলের জার্ভিস এআই করে দেবে শপিং , টিকেট বুকিং …

টেকসিঁড়ি রিপোর্ট : জার্ভিস , এই শব্দটির সাথে অনেকেই পরিচিত। ইংরেজি মুভি আয়রন ম্যানের সুবাদে আমরা জার্ভিস এবং তার সেবার সাথে পরিচিত। এবার গুগল এআই সিস্টেম হিসেবে জার্ভিসকে নিয়ে হাজির হচ্ছে যা ব্যবহারকারীকে অনলাইনে টিকেট কেটে দেবে, শপিং করে দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট বিভিন্ন প্রশ্নের উত্তর খুব দ্রুত জানাতে পারে। তবে এআই চ্যাটবট কাজে লাগিয়ে চাইলেও অনলাইনে কেনাকাটাসহ বিভিন্ন কাজ করা যায় না। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের জন্য এআই সিস্টেম তৈরি করছে গুগল যার নাম প্রজেক্ট জার্ভিস।

গুগলের এআই চ্যাটবট জেমিনাই’র মাধ্যমে নতুন এআই সিস্টেমটি কাজ করবে। ডিসেম্বরে জেমিনির নতুন সংস্করণ চালু করবে গুগল। সেই সংস্করণের ওপর ভিত্তি করেই এআই সিস্টেমটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি গুগল।

এআই সিস্টেমটির মাধ্যমে চাইলে অনলাইন থেকে বিভিন্ন গবেষণার তথ্য সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ফরমও পূরণ করা যাবে। ‘প্রজেক্ট জার্ভিস’ নামের এক প্রকল্পের আওতায় এআই সিস্টেমটি তৈরি করছে গুগল।

গুগলের তৈরি এআই সিস্টেমটি মূলত ওয়েব ব্রাউজারের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্যবহারকারীদের নির্দেশ পেলেই স্বয়ংক্রিয়ভাবে অনলাইননির্ভর বিভিন্ন কাজ করতে পারবে। অর্থাৎ এআই সিস্টেমটির মাধ্যমে অনলাইন থেকে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের উপযোগী সর্বশেষ তথ্য জানার পাশাপাশি কেনাকাটাও করা যাবে।

সম্প্রতি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিজস্ব এআই এজেন্ট তৈরির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এআই এজেন্টটির মাধ্যমে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের দৈনন্দিন বিভিন্ন কাজ করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ক্রেতা বা গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য জানানো যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে গুগলের এআই সিস্টেমটি ব্যক্তিগত সহকারীর মতো অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন কাজ করে দেওয়ায় ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।

Related posts

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে

Tahmina

বিটিসিএলকে লাভজনক করতে এবার রংপুরের সকল জেলায় জীবন উদ্বোধন পলকের

Tahmina

‘ইকোভাডিস সিলভার মেডেল’ পেল সিগওয়ার্ক

Tahmina

Leave a Comment