১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

জিপিফাই মিলছে আরও নতুন ১০ লোকেশনে

টেকসিঁড়ি রিপোর্ট : দেশের ১ম ওয়্যারলেস ব্রডব্যান্ড জিপিফাই এখন পাওয়া যাচ্ছে আরও ১০টি নতুন লোকেশনে। সাভার, গাজীপুর, ময়মনসিংহ , বগুড়া, যশোর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বিরিশাল, নোয়াখালী , কুমিল্লায় পাওয়া যাচ্ছে এই সেবা।

বাংলাদেশে প্রথমবারের মতো ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ নিয়ে এসেছে গ্রামীণফোন।

জিপিফাই তিনটি মাসিক আনলিমিটেড প্যাকেজ দিচ্ছে। প্রথম প্যাকেজের মাসিক বিল ১ হাজার টাকা, যার সর্বোচ্চ গতি হবে ২৫ এমবিপিএস। দ্বিতীয় প্যাকেজের মাসিক বিল ১ হাজার ৩০০ টাকা, সর্বোচ্চ গতি ৩০ এমবিপিএস। আর প্রিমিয়াম প্যাকেজের মাসিক বিল ১ হাজার ৯০০ টাকা, সর্বোচ্চ গতি ৪০ এমবিপিএস। তিনটি প্যাকেজেই বিনামূল্যে ২-৫টি ওটিটি সাবস্ক্রিপশন রয়েছে।

গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, ব্যবহারকারীরা তাদের মাইজিপি অ্যাপ বা যেকোনো ফিজিক্যাল জিপি স্টোর থেকে জিপিএফআইয়ের জন্য আবেদন করতে পারবেন। এরপর ব্যবহারকারীর ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা বা প্রতিষ্ঠান দেখে আসা হবে। সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে জিপিফাই সেবা দেওয়া হবে। এক্ষেত্রে ইনস্টলেশন চার্জ ছাড়াই একটি সিম কার্ডসহ ওয়্যারলেস সংযোগ রাউটার ইনস্টল করে দেওয়া হবে।

গ্রামীণফোন বলে, সারা দেশে উচ্চ-মানের ইন্টারনেট সুবিধার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ উপভোগ করতে পারেন।

অর্ডার করতে: লিঙ্কে ক্লিক করুন ।

Related posts

এআই বুম এখনও শেষ হয়নি : এনভিডিয়া

Tahmina

এআই ব্যবহার করে শিশু নির্যাতনের ছবি তৈরির দায়ে আটক ১

Tahmina

পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ নিয়ে বিটিআরসি যা জানালো

Tahmina

Leave a Comment