31.2 C
Dhaka
১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ

টেকসিঁড়ি রিপোর্ট : মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম হানড্রেড নেক্সট ২০২৪’ তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম স্থান পেয়েছেন।

প্রকাশিত ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাময়িকীটিতে বলা হয়েছে, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। সমাজবিজ্ঞানে স্নাতক করা তিনি ছাত্র আন্দোলনের অন্যতম মুখ, যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন।”

এতে আরও বলা হয়েছে, “অনেক প্রতিবাদী নেতার মধ্যে অন্যতম নাহিদ দেশের ‘কুখ্যাত’ গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরে আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। কিছুদিন পরেই তিনি ছাত্রদের এক দফা দাবি তুলে ধরেন: হাসিনাকে পদত্যাগ করতে হবে।… কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।”

সাময়িকীটি বলেছে, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও সামনে পড়ে আছে। নাহিদ ইসলাম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দু’জন ‘জেনারেশন জেড’ মন্ত্রীর একজন। তাদের কাজ: ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়প্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।”

এই নিউজটি নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ব্যবহারকারীরা।

Related posts

সময়োপযোগী এবং ব্যবসা-বান্ধব আইএসপিএবি গড়তে চায় টিম অধিকার

Tahmina

বন্যা প্লাবিত এলাকার অচল টাওয়ারের হার ২১.৬ শতাংশ

Tahmina

স্বতন্ত্র এআই চ্যাটবট অ্যাপ তৈরির পরিকল্পনা করছে মেটা

Tahmina

Leave a Comment