27 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

টেক্সট-টু-ভিডিও এআই মডেল সোরা চালু

টেকসিঁড়ি রিপোর্ট : ওপেনএআই তাদের ভিডিও উৎপাদনকারী এআই টুল টেক্সট-টু-ভিডিও এআই মডেল সোরা চালু করেছে। ১২-দিনের “শিপ-মাস” পণ্য রিলিজ সিরিজের অংশ হিসাবে সোমবার , ৯ ডিসেম্বর তারা টেক্সট-টু-ভিডিও এআই মডেল সোরা চালু করেছে, দ্যা ভার্জ এমন তথ্য জানিয়েছে।

এই আপডেট হওয়া মডেলটিতে টেক্সট থেকে ভিডিও তৈরি করা, ছবি অ্যানিমেটিং করা এবং ভিডিও রিমিক্স করার মতো বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে ।

প্রতি মাসে যদি আপনার ২00 ডলার চ্যাটজিপিটি প্রো প্ল্যান থাকে, তাহলে আপনি ২০ সেকেন্ড পর্যন্ত ১০৮০p ভিডিওর জন্য প্রম্পট করতে পারবেন। সোরা ডট কমে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং “অন্যান্য দেশের” চ্যাট জিপিটি গ্রাহকদের জন্য এবং একটি নতুন মডেল, সোরা টারবো উন্মুক্ত করল ৷

চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা মাসে ৫০টি ‘প্রায়োরিটি ভিডিও’ তৈরি করতে পারবেন। এসব ভিডিও সর্বোচ্চ ৭২০ পিক্সেল রেজল্যুশন ও ৫ সেকেন্ড দৈর্ঘ্যের হবে। অন্যদিকে, সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটি প্লাস প্রোর মাধ্যমে ব্যবহারকারীরা ১০৮০ পিক্সেল রেজল্যুশন এবং ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। এতে জলছাপ (ওয়াটারমার্ক) ছাড়া ভিডিও নামানো ও পাঁচটি ভিডিও একসঙ্গে তৈরি করার সুবিধাও রয়েছে।

যাঁরা চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন ব্যবহার করেন না, তাঁরাও সোরায় অন্য ব্যবহারকারীদের তৈরি ভিডিওর ফিড দেখতে পারবেন। তবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ দেশে সোরা চালু হলেও ইউরোপ এবং যুক্তরাজ্যে এর প্রাপ্যতা নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে।

এদিকে সোরা উন্মোচনের কয়েক দিন আগেই ওপেনএআই একটি বিতর্কের মুখে পড়ে। প্রতিষ্ঠানটির আলফা টেস্টিং প্রোগ্রামে অংশ নেওয়া কিছু শিল্পী অভিযোগ করেন, ওপেনএআই তাঁদের বিনা পারিশ্রমিকে গবেষণা ও প্রচারের কাজে ব্যবহার করেছে। প্রতিবাদ হিসেবে তাঁরা পণ্যটির তথ্য ফাঁস করে দেন।

Related posts

শিক্ষকদের জন্য জেনারেটিভ এআই নিয়ে এলো গুগল জেমিনি

TechShiri Admin

রিয়েলমি সি৭৫ প্রি অর্ডারে লাখ টাকা পুরষ্কার ও নানান অফার

Tahmina

Leave a Comment