২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা শাবান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

পদত্যাগ করেছেন কম্পিউটার সমিতির সকল ইসি

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচিত বর্তমান কার্যকরী পরিষদের সকল ইসির পক্ষ থেকে সভাপতি সুব্রত সরকার পদত্যাগের ঘোষণা করেন।

২০ আগস্ট, দুপুর দুইটায় দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) বর্তমান কার্যকরী পরিষদের উদ্যোগে একটি অনলাইন মিটিং এর আয়োজন করা হয়। সেখানে সাধারণ সদস্যদের সাথে বর্তমান কার্যকরী পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় হয়। তখন একপর্যায়ে নির্বাচিত বর্তমান কার্যকরী পরিষদের সকল ইসির পক্ষ থেকে সভাপতি সুব্রত সরকার পদত্যাগের ঘোষণা করেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির জেনারেল ম্যানেজার তোজাম্মেল সিকদার কিরণ নির্বাচিত বর্তমান কার্যকরী পরিষদের সকল সদস্যের পদত্যাগ ঘোষণাটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যরা ছিলেন সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, সহসভাপতি রাশেদ আলী ভূঁইয়া, যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ।

Related posts

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব কমিটি নির্বাচিত

Tahmina

ইনবক্সের অপ্রয়োজনীয় ইমেইল কমাবে গুগলের ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’

TechShiri Admin

রুয়েট ও আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

Samiul Suman

Leave a Comment