৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

৫ মিনিটেই চার্জ হবে রিয়েলমির ফোন!

টেকসিঁড়ি রিপোর্টঃ সম্প্রতি বিজ্ঞানীরা একটি রেকর্ড-ব্রেকিং স্মার্টফোন চার্জার তৈরি করেছেন যা ৫ মিনিটেরও কম সময়ে একটি ডিভাইসকে সম্পূর্ণরূপে চার্জিত করতে পারে। আর এই প্রযুক্তিটি কাজে লাগিয়েছে জনপ্রিয় মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিয়েলমি।

রিয়েলমি একটি ৩২০ ওয়াটের ফাস্ট চার্জার এনেছে যা মাত্র সারে চার মিনিটে একটি স্মার্টফোনের ব্যাটারি ০% থেকে ১০০% নিতে পারে। তার আগে এই কৃতিত্বটি ছিল শাওমির সহযোগী প্রতিষ্ঠান রেডমি’র যা আগের রেকর্ড ভেঙেছিল। রেডমি’র ওই ফোনটি তে একটি ৩০০ ওয়াট চার্জার নিয়ে মাত্র চার মিনিট ৫৫ সেকেন্ডে ডিভাইসগুলিকে পাওয়ার করতে সক্ষম ছিল।

সাম্প্রতিক কিছু আইফোনের জন্য ব্যবহৃত ৯৬ ওয়াটের এর চার্জার আছে যা রিয়েলমি’র “সুপারসনিক” ৩২০ ওয়াট চার্জার থেকে অনেক পিছিয়ে।

জিএসএম এরেনা’র মতে, এই নতুন চার্জারটি মাত্র ৬০ সেকেন্ডে একটি স্মার্টফোনের ব্যাটারি ০% থেকে ২৬% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। দুই মিনিটেরও কম সময়ে, ব্যাটারি ৫০% ধারণক্ষমতায় পৌঁছাতে পারে, যা এটিকে এখন পর্যন্ত তৈরি করা দ্রুততম চার্জিং প্রযুক্তিগুলির মধ্যে একটি।

Related posts

দেশের মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ১০ লক্ষ

Tahmina

তবে কি সবচেয়ে স্লিম ফোন আইফোন ১৭ এয়ার ?

Tahmina

সকল অভিযোগ থেকে অব্যাহতি পেলেন স্যামসাং প্রধান জে ওয়াই লি

Tahmina

Leave a Comment