৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

‘পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেখানে প্রযুক্তির বিকাশ জরুরি’

টেকসিঁড়ি রিপোর্ট : “পার্বত্য এলাকাগুলো দুর্গম, যা যোগাযোগকে কঠিন করে তোলে। সেজন্য সেখানে প্রযুক্তির বিকাশ জরুরি। প্রযুক্তির মাধ্যমে এই দূরত্ব কাটিয়ে ওঠা সম্ভব।” পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ত্বরান্বিত করতে প্রযুক্তির উন্নতির প্রতি গুরুত্ব দিয়ে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস ।

বুধবার, ১১ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস রাজধানীর চিটাগাং হিল ট্র্যাক কমপ্লেক্সে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজিত ‘পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিতে হবে। পার্বত্য চট্টগ্রামের ফসল, ফল ও ঐতিহ্যবাহী পণ্য অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, “প্রাকৃতিকভাবে সুন্দর এবং সম্পদে ভরপুর পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু তা পিছিয়ে আছে। এটা মেনে নেওয়া উচিত নয়।’

Related posts

জুলাই আহতদের আইসিটি স্কিল দিয়ে সহায়তা করবে আইসিটি ডিভিশন

Tahmina

যুক্তরাজ্যে গ্লুচেস্টারশায়ার হতে পারে এআই ‘উৎকর্ষের কেন্দ্র’

Tahmina

ইনফিনিক্স আনলো ম্যাগ চার্জ প্রযুক্তি

Tahmina

Leave a Comment