26 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বর্তমানে ডোমেইন সেবা চালু আছে : বিটিসিএল

টেকসিঁড়ি রিপোর্ট : ডোমেইন সমস্যা বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে বিটিসিএল কর্তপক্ষ । তারা জানায়, বর্তমানে ডোমেইন সেবা চালু আছে।

গত ৩ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৮:৪০ টা থেকে .bd ডোমেইনভুক্ত ওয়েবসাইটসমূহ এক্সেস করতে না পারায় তাৎক্ষণিকভাবে কারিগরি টিম কাজ শুরু করে এবং বিস্তারিত কারিগরি বিশ্লেষণের মাধ্যমে মূল সমস্যা চিহ্নিত করা হয়।

এতে দেখা যায় যে, ডোমেইন নিয়ন্ত্রণকারী সংস্থা IANA (Internet Assigned Numbers Authority) এর রুট সার্ভারগুলি .bd ডোমেইন সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছিল না।

বিটিসিএল হতে IANA, USA অফিসে যোগাযোগ করে সমস্যাটি জানানো হয় এবং বিটিসিএল ও IANA এর কারিগরি টিমের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার রাত ১০:৩০ টায় সমস্যাটির সমাধান হয়। বর্তমানে ডোমেইন সেবা চালু আছে। এখানে উল্লেখ্য যে, বিটিসিএল এর আরেকটি ডোমেইন .বাংলা সকল সুবিধাসহ নিরবচ্ছিন্নভাবে চালু ছিল।

জনসংযোগ ও প্রকাশনার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক চিঠিতে এইসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিটিসিএল নিয়ন্ত্রিত ৩টি ডোমেইন সার্ভারে ত্রুটি

Related posts

আইসিটি স্কাউট জাম্বুরি স্কাউট আন্দোলনের শক্তি বাড়াচ্ছে

Tahmina

টেসলার এআই চিপ তৈরি করবে স্যামসাং

Tahmina

কাজের চাপে আত্মহত্যা করলো দক্ষিণ কোরিয়ায় রোবট !

Tahmina

Leave a Comment