১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে বিডিএসএএফ আয়োজন করলো সাইবার ইভিনিং ২০২৪

টেকসিঁড়ি রিপোর্ট : বিডিএসএএফ এর উদ্যোগে সাইবার ইভিনিং ২০২৪ উদযাপিত হয়েছে। গতকাল ২৫ অক্টোবর, শুক্রবার বনানীর ৯২৯৪ ক্লাবে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে এই আয়োজন করে বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিসট্রেটরস ফোরাম (বিডিএসএএফ)।

এই ইভেন্টিতে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য শতাধিক আইটি প্রফেশনাল ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা বেশ কয়েকটি টেকনিক্যাল সেশনের মাধ্যমে সাইবার সিকিউরিটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া বিডিএসএএফ এর সদস্যরা সাইবার ইভিনিং ২০২৪এ সাইবার নিরাপত্তা বৃদ্ধি এবং সহযোগিতা, শিল্প জ্ঞান এবং সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার অগ্রগতির জন্য একীভূত হয়ে নিজেদের শক্তিশালী করবার প্রত্যয় ব্যক্ত করেন ।

এবারের সাইবার ইভিনিং ২০২৪ এর উদ্বোধন করেন বিডিএসএএফ সভাপতি জোবায়ের আল মাহমুদ হোসেন, তিনি সাইবার নিরাপত্তা সচেতনতার প্রতি জোর দেন। সাধারণ সম্পাদক মুহিব্বুল মুক্তাদির তানিমের “এআই ইন সাইবারসিকিউরিটি” মুহিব্বুল মুক্তাদির তানিম, আইন সচিব রুবায়েত বিন মোদাসের রুবায়েত বিন মোদাসেরের “সাইবারসিকিউরিটি ইনডেক্স” এবং দক্ষতা বৃদ্ধির সম্পাদক আমির হোসেন আমির হোসেনের “ক্লাউড সিকিউরিটি” অন্তর্দৃষ্টি অন্তর্ভুক্ত।

উপস্থিতরা টুটুল সিদ্দিক অর্ণব, উপদেষ্টা শায়েরুল হক জোয়ার্দারের ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল এবং উপদেষ্টা রাকিবুল হাসানের সাথে নেটওয়ার্ক সিকিউরিটি অটোমেশনের সাথে জিরো ট্রাস্ট নেটওয়ার্ক কৌশলগুলিও অন্বেষণ করেন।

Related posts

ফেইসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে ফ্রি সেমিনার ২৯ নভেম্বর

Tahmina

টেলিটক সংস্কারে এলো ১০ প্রস্তাব

Tahmina

কলড্রপে টেলিকম অপারেটরদের উপর দায় চাপিয়ে দায় এড়াচ্ছে বিটিআরসি?

Tahmina

Leave a Comment