31 C
Dhaka
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বেসিস কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যবিশিষ্ট সহায়ক কমিটি গঠন

টেকসিঁড়ি রিপোর্ট : বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম পরিচালনায় প্রশাসককে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বেসিসের ১১ জন সদস্যের সমন্বয়ে একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার, বেসিস-এর সদ্য নিযুক্ত প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

বেসিস) এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসান।

৫ ডিসেম্বর সকালে নবনিযুক্ত প্রশাসক বানিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদানের পর দুপুরে বেসিস কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন।

এই সহায়ক কমিটিতে রয়েছেন মো. এনায়েতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, উল্কাসেমি প্রা: লি:, রাফেল কবির, ব্যবস্থাপনা পরিচালক, ডিএনএস সফটওয়্যার লি:, মো. মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নিউরোসফট টেকনোলজিস লি:, ফৌজিয়া নিগার সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক, ইনফোব্যান রিয়েল্ম আইটি সলিউশন্স:, জসিম উদ্দিন নিজামী, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রিম টেক:, মো. নাজমুস সাহাদাত, ব্যবস্থাপনা পরিচালক, ই-বিজনেস সফট সলিউশন্স লি:, আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেড:, মো. রওশন কামাল জেমস, ব্যবস্থাপনা পরিচালক, টেকসল টেকনোলজিস লি:, মো. ইমরুল কায়েস পরাগ, ব্যবস্থাপনা পরিচালক, টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লি:, মোস্তাইন বিল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাটিওরস ডট কম: এবং এ এইচ এম রোকমুনুর জামান রনি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এইচআরসফটবিডি।

Related posts

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির প্রস্তাব পেয়েছেন রিচিতা

Tahmina

বিসিসি’র বৈঠক পেলো জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার, গ্রহণ করবেন পলক

Tahmina

কাস্টম চিপে সুইচ করলো এএমডি

Tahmina

Leave a Comment