১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

রাইজআপ ল্যাবসের এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন

টেকসিঁড়ি রিপোর্ট : রাইজআপ ল্যাবস এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন করেছে।

গত শনিবার ও রবিবার (৩০ ও ৩১ ডিসেম্বর) গাজীপুরের বেসক্যাম্প রিসোর্টে আয়োজন করা হয় এই রিট্রিট পরিকল্পনা ।

নতুন বছর নয়, কোম্পানীর সব অর্জন একসাথে উদযাপন করতে ভিন্ন এই উদ্যোগ নেয় আইটি কোম্পানী রাইজআপ ল্যাবস।বছরের সেরা কর্মীদের অবদান ও তার স্বীকৃতি দিতে আয়োজন হয় স্পটলাইটস অব রাইজআপ ল্যাবস।

দুইদিনের এই সফর সম্পর্কে রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, স্পটলাইট ইভেন্ট এবং এন্যুয়াল রিট্রিট হলো সারা বছর কর্মীদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং কাজের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার একটি ক্ষুদ্র প্রয়াস।

Related posts

২ মার্চ দেশে ইন্টারনেট সেবা ১২ ঘন্টা বিঘ্নিত হবে

Tahmina

জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোন বিনিয়োগকে স্বাগত জানাই : নাহিদ ইসলাম

Tahmina

বিশ্বমঞ্চে গৌরব অর্জন করলো বাংলাদেশের শিক্ষক বাতায়ন

Tahmina

Leave a Comment