টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪। এইবছর যারা রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশ নিবে, তাদের প্রস্তুত হবার জন্য জানা প্রয়োজন এমন কিছু দিকনির্দেশনা, যা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দল ইতিমধ্যে অর্জন করে ফেলেছে।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় এই আয়োজন করছে।
এই ক্যাম্পে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গোল্ড ও সিলভার মেডেলিস্টদের থেকে ক্রিয়েটিভ, রোবট ইন মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ সফলতা পাবার বিস্তারিত জানতে পারবে শিক্ষার্থীরা।
যারা অংশ নিতে পারবে- ২০০৬- ২০১৭ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশী শিক্ষার্থী, যারা এইবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ অংশ নিতে চায়। রেজিস্ট্রেশন ফি হিসাবে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আসন সংখ্যা – ৩৪ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে), রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৯ মার্চ ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।
রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।
ক্যাম্পের সময় – ২২ মার্চ ২০২৪, দুপুর ২ টা ৩০ থেকে বিকেল ৪ টা
ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।
বিশেষ দ্রষ্টব্য – ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে। এই ক্যাম্পে কোন খাবার সরবরাহ করা হবে না। তবে পানির ব্যবস্থা থাকবে।
আরও বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে – https://forms.gle/Aonu2TLwH6UhVnc69