18 C
Dhaka
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নের আউটলাইন তৈরি

টেকসিঁড়ি রিপোর্ট : দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন প্রণয়নের আউটলাইন তৈরি হয়েছে , জানালেন আইনমন্ত্রী।

সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আইন প্রণয়ন সংক্রান্ত পরামর্শ ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এআই নিয়ে আইনের খসড়া সেপ্টেম্বরের মধ্যে হবে বলেও জানান।

তারপর সংসদে উত্থাপন এবং বিল আকারে পাস করা হবে আইনটি ।

আনিসুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিবর্তনশীল একটা প্রযুক্তি; এই পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে, এআই ব্যবহার করে আমাদের উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতির জন্য নতুন কি কি সম্ভাবনা উন্মোচিত হতে পারে এবং আমাদের ব্যবসা, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আইন প্রণয়নের একটা আউটলাইন তৈরি করেছি।

জুনাইদ আহমেদ পলক বলেন, ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকারব্যবস্থা গড়তে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বাইপাস করে কিছু করা সম্ভব নয়। তাই এখন আমাদের চ্যালেঞ্জ বা আলোচনার বিষয় হচ্ছে আমরা কতটুকু উদ্ভাবনকে উৎসাহিত করবো এবং কতটুকু অপপ্রয়োগকে নিয়ন্ত্রণ করবো।

তিনি আরও বলেন, একইসাথে বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগের যে ভয়ানক পরিণতির আশঙ্কা করা হচ্ছে, সেই বিষয়গুলো বিবেচনায় রেখে বাংলাদেশের জনগণের ও জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে আইনটি প্রণয়নের জন্য আমরা আরও কিছু সময় নিয়েছি। আমরা একটা ভবিষ্যতমুখী আইন প্রণয়ন করতে চাই, যেটা আমাদের উদ্ভাবন, উদ্যোক্তা ও অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধ করতে পারবে।

এক প্রশ্নের জবাবে পলক বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন , আমেরিকা , উত্তর কোরিয়ার গাইডলাইন অনুসরণ সহ আমাদের দেশের যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হবে।

এ সময় বিবাহ ও তালাক ম্যানেজমেন্ট সিস্টেম (বন্ধন) বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সাথে আইন ও বিচার বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মতবিনিময় করেন ।

Related posts

দেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করবে হুয়াওয়ে এবং ওয়ালটন 

Tahmina

মাইক্রোসফট টিমস : এক অ্যাপেই চলবে ব্যবসা, শিক্ষা ও ব্যক্তিগত কাজ

TechShiri Admin

এআই চ্যাটবট গ্রোকের ফ্রি সংস্করণ পরীক্ষা করছে এক্স

Tahmina

Leave a Comment