টেকসিঁড়ি রিপোর্ট : ইউটিউব সারা বিশ্বের প্রায় ৯০ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে এবং ৯৬% ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সরানো হয়েছে। ৫৩% ভিডিও দর্শকদের কাছে পৌঁছানোর আগেই সরিয়ে দেওয়া হয়।
উগ্রবাদিতা, নগ্নতা এবং স্প্যাম ভিডিও প্রচার এবং শিশুদের জন্য উপযোগী না হওয়ায় এসব ভিডিও মুছে দেওয়া হয়েছে।
নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় দেড় লাখ বাংলাদেশীয় ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব।
সবচেয়ে বেশি ভারতীয় ভিডিও মুছে দেওয়া হয়েছে। দেশটির ২ লাখ ২৫ হাজার ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম, বাংলাদেশি ১ লাখ ৫২ হাজার ৫১টি ভিডিও মুছে ফেলা হয়েছে।
এই সময়ে ইউটিউব থেকে ২০ কোটির বেশি চ্যানেলও সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নীতিমালার বিরুদ্ধে যায় ব্যবহারকারীদের এমন ১১০ কোটি মন্তব্যও মুছে ফেলেছে ইউটিউব।