টেকসিঁড়ি রিপোর্টঃ দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্লের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
SEA-ME-WE 5 (SMW5) সাবমেরিন ক্যাবেল সিস্টেমের শ্রীলংকার মাত্ৰা (Matara) থেকে সিঙ্গাপুরের টুয়াস (Tuas) এর মাঝে কোথাও S1A ক্যাবলের ফল্ট পাওয়া যাচ্ছে। যার ফলশ্রুতিতে ব্যান্ডউইডথ স্লো, প্যাকেট লস এবং হাই ল্যাটেন্সি পরিলক্ষিত হচ্ছে। এমনকি অনেক ওয়েবসাইট এবং ইন্টারনেট ভিত্তিক এপ্স ঠিক মতো কাজ করছেনা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে বলে জানা গেছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন। প্রসঙ্গত, দেশে বর্তমানে সাড়ে ৫ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে বিএসসিপিএলসি আড়াই হাজার জিবিপিএস এর বেশি ব্যান্ডউইথ সরবরাহ করে। অবশিষ্ট ব্যান্ডউইথ ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) মাধ্যমে আসে।