টেকসিঁড়ি রিপোর্টঃ সুউচ্চ ভবনে দ্রুত সময়ে আগুন নিভানোর জন্য চীনে ব্যবহার করা হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ ড্রোন। XCMG কোম্পানি বাজারে এই ড্রোন এনেছে।
AP35/G2 UAV নামক একটি বিশেষ যানবাহনে ৩টি ড্রোন একসাথে সংযুক্ত রাখা হচ্ছে। এদের মধ্যে ২টি ড্রোন ব্যবহার করা হয় যৌথভাবে আগুন নিভানোর জন্য।
অপর একটি ড্রোন পর্যবেক্ষক হিসেবে কাজ করে যা আশেপাশে কতটুকু আগুন লেগেছে, সেই আগুনের বর্তমান তাপমাত্রা কত ইত্যাদি তথ্য উপাত্ত ক্রমাগত বিশ্লেষণ করতে থাকে এবং তাৎক্ষনিক এসব তথ্য অগ্নি নির্বাপক ড্রোন দুইটির কাছে পাঠাতে থাকে যেন ড্রোনগুলো সিদ্ধান্ত নিতে পারে কোন উপায়ে এই মুহূর্তে কতটুকু পরিমাণে পানি ঢাললে দ্রুততর সময়ে আগুন নিভানো সম্ভব হবে।
ড্রোনগুলো টানা ২০ মিনিট এভাবে সর্বোচ্চ ১২০ মিটার উচ্চতায় উড়তে পারে। এই ড্রোনগুলোর সক্ষমতা আরও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে গবেষণা চলমান আছে
তথ্যসুত্রঃ BDRO