টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ( BdOSN ) বাংলাদেশের কান্ট্রি কো-অরডিনেটর হিসেবে এআই আন্তর্জাতিক অলিম্পিয়াডের (IOAI) স্বীকৃতি লাভ করেছে। এ বছর আগস্টের ৯ – ১৫ তারিখ বুলগেরিয়াতে প্রথম আইওএআই অনুষ্ঠিত হবে ।
এই প্রথম কোন একটি আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রথম বছরেই বাংলাদেশ সদস্যপদ পেল।
মে মাসের মধ্যে বাংলাদেশ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (BdAIO) আয়োজনের মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন করা হবে। এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে হাই স্কুলের শিক্ষার্থীরা।
Bangladesh Artificial Intelligence Olympiad এর বিস্তারিত নিয়ম কানুন সামনে ঘোষণা করা হবে খুব দ্রুত।
বাংলাদেশ পর্ব আয়োজন এবং আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য সামনে বড় চ্যালেঞ্জ ফান্ডিং। এই আয়োজনে স্পন্সর বা পার্টনার খুজঁছে বিডিওএসএন, জানালেন বিডিওএসএনের সহ সভাপতি লাফিফা জামাল।
IOAI সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://ioai-official.org/ এই ওয়েবসাইট থেকে।