টেকসিঁড়ি রিপোর্টঃ বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স (বিডিএসআইজি) এর ৮ম আয়োজন শুরু হচ্ছে ২৫ এপ্রিল থেকে। সকলের জন্য একটি উন্মুক্ত, বিনামূল্যে এবং নিরাপদ ডিজিটাল শাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিন ব্যাপি এই আয়োজন শুরু হবে বুয়েটের সিএসই বিভাগে।
বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্ন্যান্স – বিডিএসআইজি ফেলোশিপ কমিটি সরাসরি (ফেস টু ফেস) ফরম্যাটের জন্য ৮ম বিডিএসআইজি ২০২৪ প্রোগ্রামের ফেলো হিসাবে ৪৩ জন আবেদনকারীকে নির্বাচিত করেছে।
আয়োজনের উদ্দেশ্য – ডিজিটাল ইকো সিস্টেমের জ্ঞান বাড়ান, ইন্টারনেট গভর্নেন্সের উপর পরবর্তী প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা , ডিজিটাল পরিবেশে অধিকার এবং স্বাধীনতা সংজ্ঞায়িত করন , স্মার্ট বাংলাদেশের জন্য রাজনৈতিক নেতৃত্ব জোরদার করা।
বৃহস্পতিবার , ২৫ এপ্রিল দুপুর ২ টায় শুরু হবে রেজিস্ট্রেশন পর্ব, স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বি আই জি এফ) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু , স্পিকার হিসেবে থাকবেন, বিআইজিএফ এর ভাইস চেয়ারম্যান এএইচ এম বজলুর রহমান , আব্দুর রশীদ তুষার , লেকচারার, সিএসই , বুয়েট, ড. এবিএম আলিম আল ইসলাম, প্রফেসর , সি এস ই , বুয়েট, সহ আরো অনেকে।
সমাপনী অনুষ্ঠান হবে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), কনফারেন্স রুমে। ২৭ এপ্রিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিটিআরসি‘র চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, আরও উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল খলিল উর রহমান, পরিচালক, বিটিআরসি প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, সিটিও , ফাইবার এট হোম, অভ্রি দরিয়া, হাসানুল হক ইনু , ড. জুলকারিন জাহাঙ্গীর , এসিস্ট্যান্ট প্রফেসর নর্থ সাউথ ইউনিভারর্সিটি।