31 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বুয়েট ও আইইউটি ক্যাম্পাস রিক্রুট করল থেরাপ বিডি

টেকসিঁড়ি রিপোর্ট : থেরাপ (বিডি) ক্যাম্পাস রিক্রুট পরীক্ষা নিয়েছে বুয়েট এবং ইসলামিক ইউনিভার্সিটি অভ টেকনোলজি, আইইউটিতে।

৩০ এপ্রিল সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা অব্দি দুটো ক্যাম্পাসে ই এই নিয়োগ পরীক্ষা নেয়া হয়। ৪ টি পদের জন্য ক্যাম্পাস রিক্রুট্মেন্ট করে প্রতিষ্ঠানটি।

লিখিত পরীক্ষায় পদ সংশ্লীষ্ট প্রাসঙ্গিক মৌলিক এবং সাধারণ প্রশ্ন থাকবে ছিল। এর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের মতো বিষয়গুলি, যার উদ্দেশ্য মৌলিক জ্ঞানের মূল্যায়ন করা।

থেরাপ (বিডি) লিমিটেড একটি ইউএস-ভিত্তিক সফটওয়্যার কোম্পানি যা বাংলাদেশে নিবন্ধিত, যারা ২০০৪ সাল থেকে দেশে কাজ করছে।

Related posts

মাইক্রোসফট টিমস : এক অ্যাপেই চলবে ব্যবসা, শিক্ষা ও ব্যক্তিগত কাজ

TechShiri Admin

আসছে এমথ্রি চিপের নতুন ম্যাকবুক এয়ার, ৮ মার্চ থেকে শিপিং শুরু

Tahmina

গ্রাহকের সঙ্গে প্রতারণা বরদাশত করা হবে না : পলক

Samiul Suman

Leave a Comment