29 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

“সিএসই ও আইটি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি – একাডেমিয়া সহযোগিতা” বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

টেকসিঁড়ি রিপোর্ট : ২৫ মে, শনিবার বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং বুয়েট সিএসই ডিপার্টমেন্টের ই -এসআরডি ল্যাবের যৌথ উদ্যোগে “সিএসই / আইটি শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি – একাডেমিয়া সহযোগিতা” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

সকাল ১০:৩০ টায় বুয়েট ইসিই ভবনে গোলটেবিল আলোচনায় ইন্ডাস্ট্রি থেকে প্রায় ২০ জন এবং একাডেমিয়া থেকে ৭ জন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

আলোচনায় শিল্প ও একাডেমিয়ার সহযোগিতার গুরুত্ব, বর্তমান অবস্থা পর্যালোচনা, সহযোগিতার ক্ষেত্রসমূহ, পেশাগত উন্নয়ন, এবং পাঠদানের কৌশল ইত্যাদি বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হয়।

এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করা, যা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে সহায়ক হবে।

আয়োজনটিতে প্রধান বক্তা হিসেবে ছিলেন, বুয়েট সিএসই বিভাগের অধ্যাপক ডঃ আবু সাঈদ মোঃ লতিফুল হক । এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, প্রাইডিসিস আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মনোয়ার ইকবাল, বেস্ট বিজনেস বন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, বুয়েট সিএসই বিভাগের অধ্যাপক ড. এ.বি. এম. আলিম আল ইসলাম, এলসিটি সলিউশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার মিসেস সৈয়দা নওশাদ জাহান প্রমি, সফটবিডি লিমিটেডের চেয়ারম্যান আতিকুল ইসলাম খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক, চেয়ারপারসন ড. মাহিন ইসলাম, বাগসবিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার আলম।

আরও ছিলেন ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেডের চেয়ারম্যান মোজাহেদুল হক আবুল হাসনাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন তুষার, ইনফোক্র্যাট সলিউশন লিমিটেডের সিইও জাকারিয়া মানিক, টেক টেরেন আইটি লিমিটেডের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ মুর্তজা রশিদ আল মাসুদ পিএইচ.ডি., ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাফর ইকবাল, মাইসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মঞ্জুরুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) সিএসই বিভাগের চেয়ারম্যান কর্নেল এস এম সাইফুল ইসলাম, এসইউপি, পিএসসি, ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রতন হাসান রহমান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেন, ড্রিমার্জ ল্যাব লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন খান, বুয়েটের প্রফেসর এবং রাইজ এর ডিরেক্টর প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।

বিগত ১৫ বছর যাবৎ এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু ফাইল হচ্ছে না। ইন্ডাস্ট্রি – একাডেমিয়া এর রেগুলেটর আলাদা আলাদা হওয়ায় তাদেরকে একই সুতায় বাধা সম্ভব হচ্ছে না। একডেমিয়া রাজি থাকলে ইন্ডাস্ট্রির ইনোভেশনের কিছু প্রোজেক্ট আইডিয়া ইন্ডাস্ট্রি থেকে দেয়া যেতে পারে। যে কোনও প্রোজেক্ট বাণিজ্জিকভাবে সফল হলে সেখানে একাডেমিয়ার গবেষকদের শেয়ার দেয়া যাবে, বলেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান।

আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট ও ই-সফট এর সিইও আরিফুল হাসান অপু।

আলোচনার বিষয় ছিল , শিল্প-একাডেমিয়া সহযোগিতার বর্তমান অবস্থা, বর্তমান সময়ে শিল্প ও একাডেমিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতার ধরন ও অবস্থা পর্যালোচনা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ।

বক্তারা যৌথ গবেষণা প্রকল্প, শিল্পের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি এক্সপোজার প্রোগ্রাম, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ ও কর্মশালা, ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের দ্বারা লেকচার সিরিজ ও ওয়ার্কশপ আয়োজন, প্রকল্পভিত্তিক শিক্ষা, সমসাময়িক প্রযুক্তি ও টুলস এর ব্যবহার, শিল্পের প্রয়োজনীয়তা অনুযায়ী পাঠ্যক্রম হালনাগাদ ইত্যাদি সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে তাদের অভিমত তুলে ধরেন।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং বুয়েট সিএসই ডিপার্টমেন্টের ই-এসআরডি ল্যাব জানায়, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যে বিষয় গুলো উঠে এসেছে তার কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আয়োজনটিতে সহযোগীতায় ছিলেন ই-এসআরডি ল্যাবের ভার্চুয়াল ইন্টার্নশীপ এবং এইচ বি এভিয়েশন আন্ড ট্যুরিজম ইন্সটিটউট।

Related posts

ইউরোপিয়ান গার্লস গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

Samiul Suman

আনলিমিটেড মেয়াদে এলো টেলিটকের জেন জি প্যাকেজ

Tahmina

১ম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে ৪টি পদক অর্জন বাংলাদেশের

Tahmina

Leave a Comment