29 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

“ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনলোজী” শীর্ষক ইন্টারএকটিভ সেশন অনুষ্ঠিত

টেকসিঁড়ি রিপোর্ট : ২৬ জুন, বুধবার বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর যৌথ আয়োজনে আইইউবিএটি এর সেমিনার হলে অনুষ্ঠিত হলো “ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনলোজী” শীর্ষক ইন্টারএকটিভ সেশন।

এই আয়োজনের লক্ষ্য ছিল ছাত্র-ছাত্রীদেরকে ফ্রন্টিয়ার টেকনলোজী ক্যারিয়ার সম্ভাবনার সাথে পরিচিত করা।

অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন নতুন ও উদ্ভাবনী প্রযুক্তির মধ্যে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে জানানো হয়। সাম্প্রতিক ও ভবিষ্যৎ প্রযুক্তিগত প্রবণতা ও তাদের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের জন্য নির্দেশনা প্রদান করা, যাতে তারা নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পারে, শিক্ষার্থী, শিক্ষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে নেটওয়ার্কিং এবং কল্যাবোরেশনের সুযোগ তৈরি করা, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) র উপাচার্য ড. আব্দুর রব। তিনি বলেন “প্রযুক্তির অগ্রযাত্রা বর্তমান এবং ভবিষ্যতের ক্যারিয়ারের দিগন্তকে প্রসারিত করছে। আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ইভেন্ট তাদেরকে বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজির সাথে পরিচিত করে তুলবে এবং তাদেরকে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করবে, যা তাদের পেশাগত জীবনে সফল হতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থ্রিভিং স্কিলস লিমিটেড এর ফাউন্ডার এন্ড সিইও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, তিনি বলেন “ফ্রন্টিয়ার টেকনোলজির উন্নয়নে দক্ষতার গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্বে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নতুন নতুন স্কিল অর্জন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের উচিত নিজেদেরকে কেবলমাত্র বর্তমান চাকরির বাজারের জন্যই প্রস্তুত করা নয়, বরং ভবিষ্যতের চাকরির বাজারের জন্যও প্রস্তুত করা। ফ্রন্টিয়ার টেকনোলজির ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা অর্জন করলে তারা শুধু নিজেদের ক্যারিয়ারই নয়, দেশের অর্থনীতিকেও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে।

এছাড়াও প্যানেলিস্টদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, একুয়ালিংক বাংলাদেশ লিঃ এর ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার নিয়াজ শরীফ সৌরভ, বাংলা পাজেল লিমিটেডের সিইও নাদিম মজিদ। আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।

আয়োজনটিতে সহযোগীতায় ছিল আইইউবিএটি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার (আইআইইসি) এবং এইচ বি এভিয়েশন এন্ড ট্যুরিজম ইনস্টিটিউট, আইটি পার্টনার হিসেবে ছিলেন ই-সফট।

Related posts

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৩০সি

Tahmina

ভয়েস চুরি ও এআই ক্লোন করায় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা

Tahmina

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন

Tahmina

Leave a Comment