টেকসিঁড়ি রিপোর্টঃ ইন্টারনেট, ফেসবুক বন্ধ থাকায় গত ১৩ দিনে দেশের ই-কমার্স খাতে ক্ষতি হয়েছে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা । শুধু ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ই–কমার্স ও এফ-কমার্স খাতে প্রতিদিন অন্তত ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। গতকাল রাজধানীর বনানীতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ই–ক্যাবের সভাপতি শমী কায়সার জানান, ডিজিটাল মার্কেটার, কনটেন্ট ডেভেলপার, স্টার্টআপ এবং ক্ষয়ক্ষতি বিষয়ে সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইন্টারনেট বন্ধ থাকায় প্রথম ১০ দিনেই ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।
লিখিত বক্তব্যে শমী কায়সার জানান, ইন্টারনেট শাটডাউন, ধীর গতি এবং ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘসময় বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ই-কমার্স ব্যবসায়ীদের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি এই খাতে উন্নয়নে বেশকিছু দাবী তুলে ধরেন। যেখানে, উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সময়সীমা অন্তত ৬ মাস বৃদ্ধি করা, সহজ শর্তে ঋণ দেয়া, লজিস্টিকস ও ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানের জন্য ভ্যাট সাময়িকভাবে মওকুফ করাসহ ট্রেড লাইসেন্স নবায়ন ফি মওকুফ ও মেয়াদ বৃদ্ধি করা হয়। পাশাপাশি ফেসবুকে সচল থাকা বিজ্ঞাপনের মূল্য ফেরত বা পুনরায় বিজ্ঞাপনের জন্য সোশ্যাল প্ল্যান্টফর্মটির সঙ্গে যোগাযোগ করার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি।
ইন্টারনেট ও ফেসবুক খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানানোর পাশাপাশি কারফিউ ও ঝুঁকিসহ বিভিন্ন কারণে ই-কমার্স খাতের ৯৫ শতাংশ লেনদেন এখনও বন্ধ আছে বলে জানান ই-ক্যাব সভাপতি। গত ১৩ দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৭শ কোটি টাকা বলা হলেও প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট এবং ফেসবুক ঠিকঠাকভাবে চালু করার ক্ষেত্রে ই-ক্যাব থেকে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে ই-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাহাব উদ্দিন শিপন, সহ-সভাপতি সৈয়দা আম্বারীন রেজা, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা সহ সংগঠনের গুরুত্বপুর্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।