টেকসিঁড়ি রিপোর্টঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আবারও মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হলেও সহসায় বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট।ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে কি না জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।
রবিবার (৪ আগস্ট) এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।’