29 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিটিআরসির বরখাস্ত সেই ২ উপ পরিচালক আবারো বরখাস্ত!

টেকসিঁড়ি রিপোর্ট : আন্দোলন আর বিক্ষোভের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ আগস্ট) আলাদা দুই আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- বিটিআরসির উপ-পরিচালক ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আমজাদ হোসেন এবং ইঞ্জিনিয়ারিং ও অপারেশন্স বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদ।

জানা গেছে, এই দুজনকে এর আগেও একবার অসাধু সিন্ডিকেটে জড়িত থেকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন। এ সময় চেয়ারম্যান ও অন্য তিন কমিশনার অনুপস্থিত ছিলেন।


বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, বিটিআরসিতে নানাভাবে বৈষম্য হয়েছে। এর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। অনেক সিদ্ধান্ত কমিশনারদের অন্ধকারে রেখে নেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বৈষম্য ও দুর্নীতি করা বর্তমান চেয়ারম্যানেরও পদত্যাগ চান।

Related posts

কৌতুক লিখতে কতটা সাহায্য করছে এআই?

Tahmina

ট্রাম্পের ইন্টারভিউ নিতে দেরি, সাইবার হামলাকে দায়ী করলেন মাস্ক

Tahmina

৭৮টি টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল দিচ্ছে বিটিআরসি

Tahmina

Leave a Comment