22 C
Dhaka
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বাংলাদেশের বন্যা নিয়ে তাচ্ছিল্য, হ্যাক হলো জিমিডিয়ার ওয়েবসাইট

টেকসিঁড়ি রিপোর্ট : ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট (zeemedia.in) হ্যাক করেছে বাংলাদেশের সাইবার যোদ্ধারা। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে তাচ্ছিল্য করায় বাংলাদেশি হ্যাকাররা এই কাজ করেছে এবং তারা বার্তা দিয়ে দিয়েছে যে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধংস করবো।

এমন তীব্র বিদ্রুপ শিরোনাম ই ছিল নিউজের । হ্যাকের পরে ওয়েবসাইটটিতে জি ২৪ ঘণ্টায় প্রকাশিত হয় ‘ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ…’ হ্যাকাররা এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনসটও যুক্ত করে দেয়। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে। হ্যাকড বাই সিস্টেম এডমিন বিডি লেখাও দেখা গেছে স্ক্রিনে।


Related posts

নগদে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

Tahmina

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও ডেভলপার তৈরিতে‌ মাইক্রোসফটের আগ্রহ

Tahmina

বাংলাদেশে হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া অনুষ্ঠিত

Samiul Suman

Leave a Comment