টেকসিঁড়ি রিপোর্ট : ৪ সেপ্টেম্বর , বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বেসিস এর নেতৃবৃন্দ।
বৈঠকে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান এবং সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং এম আসিফ রহমান।
বৈঠকে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীরা স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং কিভাবে এই ক্ষতিগ্রস্থতা কাটিয়ে ওঠা যায় সে ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংক থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নূরুন নাহার, ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক মোঃ মেজবাউল হক, নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, পরিচালক (BRPD), ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ মোঃ হারুন-অর-রশিদ এবং গভর্নর মহোদয়ের সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম।
গভর্নর বেসিস নেতৃবৃন্দের কথাগুলো শোনেন এবং তথ্যপ্রযুক্তি শিল্পকে সহযোগিতার আশ্বাস দেন।