টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশে অনুষ্ঠিত হলো গুগল এডুকেশন ডে ২০২৪। বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো গুগল এডুকেশন ডে ২০২৪।
আয়োজনে মুল বক্তব্য প্রদান করেন গুগল এর সার্ক রিজিওয়নাল প্রধান কপিল কাপুর।
এবার আয়োজনের মুল প্রতিপাদ্য বিষয় ছিল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর মাধ্যমে শিক্ষার রুপান্তর।
ফাইনটেক ইন্টারন্যাশনাল এর উদ্যোগে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিশিয়ান ও আইটি প্রফেশনালদের আমন্ত্রন জানানো হয় এবং ডিজিটাল ক্যাম্পাস বিনির্মানের গুগলের এডুকেশন সার্ভিসগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফাইনটেক ইন্টারন্যাশনার এর ভাইস প্রেসিডেন্ট শশি হেটিওয়াটা, সিনিয়র ম্যানেজার জায়েদি জামান আজিজি প্রমুখ।