29 C
Dhaka
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

জন্মান্ধরাও এবার দেখতে পাবে!

টেকসিঁড়ি রিপোর্ট : দৃষ্টি পুনরুদ্ধার করতে ইলন মাস্কের নিউরালিংক ‘ব্লাইন্ডসাইট’ ডিভাইস অনুমোদন পেয়েছে। ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে টুইট করে এই তথ্য জানান। এবার তবে জন্ম থেকেই অন্ধরাও দেখতে পাবে? !

টুইটে মাস্ক আরও বলেন, “পরীক্ষামূলক ডিভাইসটি যারা জন্ম থেকে অন্ধ ছিল তাদের প্রথমবার দেখতে সক্ষম করবে যদি তাদের ভিজ্যুয়াল কর্টেক্স অক্ষত থাকে।”

টেসলার সিইও ইলন মাস্ক ঘোষণা করেছেন, নিউরালিংক, তার ব্রেন-চিপ স্টার্টআপ কোম্পানি পরীক্ষামূলক ইমপ্লান্ট ডিভাইসের জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে অনুমোদন পেয়েছে। এটি যারা উভয় চোখ এবং তাদের অপটিক স্নায়ু হারিয়েছে এমন তাদেরও দেখতে সক্ষম করবে।

“যদি ভিজ্যুয়াল কর্টেক্স অক্ষত থাকে, এমনকি যারা জন্ম থেকেই অন্ধ তাদেরও প্রথমবার দেখতে সক্ষম করবে প্রযুক্তিটি, বুধবার ভোরে ধনকুবের এমন তথ্য জানান।

Related posts

ফ্রান্স – বাংলাদেশ স্যাটেলাইট তৈরির অগ্রগতি পর্যালোচনা

Tahmina

জাপান আইটি উইকে অংশ নিলো বেসিস

Tahmina

উচ্চ গতির স্টারলিংক ইন্টারনেট সেবা যুক্ত হলো কাতার এয়ারওয়েজে

Tahmina

Leave a Comment