টেকসিঁড়ি রিপোর্টঃ সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৪-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই ।
এই প্রতিপাদ্য সাইবারজগতে প্রত্যেক প্রযুক্তি ব্যবহারকারী, পরিবার ও প্রতিষ্ঠানকে অনলাইনের ঝুঁকি মোকাবেলায় সহজ উপায়গুলো বোঝার মাধ্যমে নিজের সুরক্ষার দায়িত্ব নিতে উৎসাহিত করে। মাসব্যাপী ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের (১-৭ অক্টোবর) বিষয়: ব্যক্তিগত তথ্যের সুরক্ষা (Personal Data Privacy)।
আমাদের জীবনযাপনে ক্রমবর্ধমান প্রযুক্তির ব্যবহারের ফলে সংবেদনশীল তথ্যগুলো প্রতিনিয়ত অনলাইনে যাচ্ছে। এটি আমাদের সুবিধা গ্রহণের সঙ্গে ঝুঁকিও তৈরি করছে। তাই নিজেকে এবং অন্যকে নিরাপদ রাখতে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে।
সুরক্ষার মূল সূত্র হলো সাইবারজগতে নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া। আর বিষয়গুলো মেনে চলা।