টেকসিঁড়ি রিপোর্ট : ৩য় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান জুনিয়র অলিম্পিয়াড (IOAA Jr) ২০২৪ এ বাংলাদেশ দল তাদের প্রথম অংশগ্রহনেই ৪ টি পদক অর্জন করে দেশের গৌরব সমুন্নত রেখেছে।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত অলিম্পিয়াডে রৌপ্য পদক পেয়েছে ফারিয়া মাহমুদ, ব্রোঞ্জ পদক মোঃ ফাইয়াজ সিদ্দিকী এবং রোকন উজ্জামান রাইম, সম্মাননা পদক পেয়েছে ফারহান সাজিদ।
নেপাল ভ্রমনের আগে বাংলাদেশ জুনিয়র জ্যোতির্বিজ্ঞান দলের টেলিস্কোপ এবং অবজারভেশনাল প্রশিক্ষণ হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। প্রশিক্ষণ দেন প্রফেসর খান আসাদ স্যার, জেনেরাল সেক্রেটারি, BDOAA।