18 C
Dhaka
১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয় দিবস পালিত

টেকসিঁড়ি রিপোর্ট : পতাকা উত্তোলন, পুস্প স্তবক অর্পন , র‍্যালি, আলোচনা, ফুটবল খেলা সহ নানান কার্যক্রমের মধ্য দিয়ে দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর নোবিপ্রবি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল, কর্মকর্তা, কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে আলোচনার আয়োজন হয়।

বিকেলে মহান বিজয় দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের মধ্যে নৈশভোজ পরিবেশন করা হবে। বিজয় দিবসকে আনন্দমুখর করে তুলতে আজ ১৬ই ডিসেম্বর দুপুরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

ডুয়েট , ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , গাজীপুরেও র‍্যালি , আলোচনা সভা, পুস্প স্তবক অর্পন ইত্যাদির মাধ্যমে পালিত হয়েছে বিজয় দিবস ।

চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “ দেশকে ভালবাসা মানুষের জন্মগত প্রবৃত্তি। সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা। দেশের অপমান, দেশবাসীর দুঃখ-দৈন্য, দেশের দুর্বিষহ পরিস্থিতিতে কিংবা দেশকে নিয়ে ষড়যন্ত্র হলে, দেশকে উপহাস বা কটাক্ষ করলে এর বিরুদ্ধে সোচ্চার থাকা প্রয়োজন। পাশাপাশি শুধু ভালবাসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবেনা, দেশ সেবায় ব্রতী হতে হবে। আমাদের মাঝে দেশ গড়ার নতুন সুযোগ এসেছে। দেশকে স্বনির্ভর করে গড়ে তোলাটাই দেশবাসীর লক্ষ্য হওয়া উচিত, এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে “মহান বিজয় দিবস-২০২৪” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২৪ (সোমবার) এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সময় একাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। সকাল ৮ টায় মাননীয় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপাচার্য বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন এবং নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই।

বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে উৎসবমূখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হলো। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রক্ষা করার দায় বর্তমান প্রজন্মের’- এই প্রস্তাবে ৫৩তম বর্ষপূর্তিতে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের সার্বিক সহযোগিতায় রুয়েট ডিবেটিং ক্লাব আয়োজন করেছে ‘বিজয় দিবস প্রীতি বিতর্ক’।

Related posts

বিশ্ব ডাক দিবসে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মুক্ত

Tahmina

এআই চ্যাটবট গ্রোকের ফ্রি সংস্করণ পরীক্ষা করছে এক্স

Tahmina

পেইজ , আইডি হ্যাকড হলে উদ্ধারে কাজ করছে ডিজিরেসকিউ

Tahmina

Leave a Comment