টেকসিঁড়ি রিপোর্ট : আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।
প্রথমবারের মত বাংলাদেশ থেকে অধ্যাপক মইনুল এই কমিটির সদস্য হিসেবে মনোনীত হলেন।
বিশ্বের নেতৃস্থানীয় এআই গবেষক এবং অনুশীলনকারীদের নিয়ে গঠিত কমিটি দ্বারা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড তত্ত্বাবধান করা হয়। একজন চেয়ার, সচিব, সদস্য এবং একটি উপদেষ্টা বোর্ড নিয়ে গঠিত এই কমিটি ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।