28 C
Dhaka
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতি

টেক সিঁড়ি রিপোর্ট : এখন থেকে ব্রডব্যান্ড গ্রাহকরা ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন।

শনিবার , ১৯ এপ্রিল সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা জানান আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

তিনি বলেন, ৫০০ টাকায় আজ থেকে ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস দেওয়া হবে। আমাদের সাপোর্ট দিলে আমরা ২০ এমবিপিএস দিতে পারবো।

গোল টেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ মোবাইল অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব তার ফেইসবুকে লেখেন, আইএসপি এসোসিয়েশন গুলোর প্রতিশ্রুতি মতে এখন থেকে ৫০০’ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে ৫ এমবিপিএস এর নিম্ন গতিকে ব্রডব্যান্ড এর স্বীকৃতি বাতিলের পথ সুগম হলো। আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসাবে ২০ এমবিপিএস এর নিশ্চয়তা দেয়া হবে। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের একটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে পলিসিগত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে ।

এ প্রসংগে বাংলাদেশ মুঠোফোন এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সর্বনিম্ন ১০ এমবিপিএস করা হলে করা হবে গ্রাহকদের সাথে প্রতারণা। সরকার ইতিমধ্যে সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহারে গ্রাহক এসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করেছে। তাছাড়া ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে।

তিনি বলেন, এমনিতেই বাংলাদেশের গ্রাহকরা আইটিসির মাধ্যমে যে ব্যান্ডউইথ ব্যবহার করে তা আসলে ইন্টারনেট নয়। এটি এক ধরনের এন্টারটেইনমেন্ট ইন্টারনেট বলা যেতে পারে। ভারত থেকে কিনে আনছে মাত্র ৮০ টাকায় ১ জিবিপিএস ,অথচ আমরা কিনছি লাখ টাকায়। আমরা প্রত্যাশা করেছিলাম সর্বনিম্ন গতি হবে ২০ এমবিপিএস এবং সর্বোচ্চ হবে ১০০।

বিটিআরসি যদি এই সিদ্ধান্ত গ্রাহকদের উপর চাপিয়ে দেয় হবে অন্যায় এবং অযৌক্তিক। এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছেন মহিউদ্দিন আহমেদ।

Related posts

‘গভীর গবেষণা’র জন্য ওপেনএআই’র নতুন চ্যাটজিপিটি এজেন্ট উন্মোচন

Tahmina

ডাক,টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মো. নাহিদ ইসলাম

Tahmina

এআই’র অধিক ব্যবহারে আর্থিক স্থিতিশীলতা ঝুঁকিতে : ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক গভর্নর

Tahmina

Leave a Comment