টেকসিঁড়ি রিপোর্ট : উৎসব উদযাপনের মৌসুমে আনন্দকে বাড়িয়ে তুলতে দারাজ এবার নিয়ে আসছে ১.১ নিউ ইয়ার মেগা সেল। দেশের ই কমার্স মার্কেটপ্লেসে এ ক্যাম্পেইনটি চলবে ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত।
অনেক গুলো ক্যাটাগরিতে থাকছে আকর্ষণীয় ডিল আর সারপ্রাইজ- ইলেক্ট্রনিক্স, ফ্যাশন আইটেম, হোম ডেকর, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্রোসারি, মাদার ও বেবি প্রোডাক্টস, বিউটি প্রোডাক্টস সহ আরও অনেক কিছু।
এছাড়াও থাকবে অসংখ্য হিরো প্রোডাক্ট এবং নিউ অ্যারাইভালস, এসবের পাশাপাশি গ্রাহকদের জন্য আরও থাকবে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়ে হট ডিলস এবং ক্রেজি ফ্ল্যাশ সেল। সাথে থাকবে এক্সক্লুসিভ ৬% ফ্ল্যাশ ভাউচার, যা দিয়ে ২৫ ডিসেম্বর রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে।
কেনাকাটার আনন্দকে পরিপূর্ণতা দিতে ১ জানুয়ারী ক্রেতাদের জন্য স্পেশাল ডিল এবং ডিসকাউন্ট নিয়ে থাকবে বিকাশ ডে। নতুন বছরের আনন্দ-উদযাপনকে নতুন মাত্রা দিতে এ সকল আয়োজনের ব্যবস্থা নিয়েছে দারাজ। এছাড়াও বরাবরের মতো নির্ধারিত কেনাকাটাতে ফ্রী ডেলিভারি সুবিধা তো থাকছেই।
রেকিট, বেসাস সহ আরও অনেক ব্র্যান্ড এই উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করছে ।