টেকসিঁড়ি রিপোর্ট ঃ খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৩ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে সিএসই বিটফেস্ট ২০২৫। এখানে অংশগ্রহণকারী দলগুলোর প্রযুক্তিগত দক্ষতায় হবে লাইন ফলোয়ার রোবট এবং সকার বট প্রতিযোগিতা।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই ফেস্ট রেজিস্ট্রেশন শেষ তারিকখ চছিল ২৬ ডিসেম্বর। ভেন্যু , কুয়েটের চছাত্র কল্যাণ কেন্দ্র।
সকার বট বিভাগে ৭০ হাজার এবং লাইন ফলোয়ার বিভাগে ৬০ হাজার টাকা, মোট এক লাখ ৩০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারণ হয়েছে।
বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছাত্রদের জন্য উন্মুক্ত।
দলে লাইন ফলোয়ারের জন্য ১ থেকে ৩ জন এবং সকার বটের জন্য ১ থেকে ৫ জন অংশগ্রহণকারী থাকতে পারে ।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীরা অংশ নেবে।
প্রতিটি অংশগ্রহণকারী শুধুমাত্র একটি দলের সাথে নিবন্ধন করতে পারবেন।
দলগুলিকে অবশ্যই তাদের নিজস্ব রোবট আনতে হবে যা প্রতিযোগিতার প্রযুক্তিগত প্রয়োজনীয়তা মেনে চলে।
রোবটগুলিকে অবশ্যই নির্দিষ্ট আকার এবং ওজনের সীমাবদ্ধতাগুলি মেনে চলতে হবে।