20 C
Dhaka
৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রজব, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ইনফিনিক্স নোট ৪০এস কিনলে ওয়্যারলেস চার্জার ফ্রি

টেকসিঁড়ি রিপোর্ট : প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নোট ৪০এস স্মার্টফোনের সাথে উপহার দিচ্ছে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জার।

৮ জানুয়ারি থেকে অনুমোদিত খুচরা বিক্রেতা এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনফিনিক্স নোট ৪০ এস কিনলে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জার ফ্রি দেয়া হবে ।

এর আগে শুধু নোট ৪০ প্রো এর সাথে ম্যাগপাওয়ার পাওয়া যেত,  এখন থেকে নোট ৪০এস এর সাথে বিনামূল্যে পাওয়া যাবে।

স্মার্টফোন চার্জিং প্রযুক্তিতে ম্যাগপাওয়ার একটি নতুন সংযোজন। এটি জট পাকানো ক্যাবল ও ভারী চার্জারের সমস্যা দূর করার পাশাপাশি দিনভর ফোনের চার্জিং সমস্যার সমাধান করে।

আবার যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এই ম্যাগপাওয়ার হতে পারে আদর্শ সমাধান; কেননা এটি আকারে ছোট হওয়ায় ব্যাগে বাড়তি জায়গা নিয়ে ভাবতে হয় না। এর কমপ্যাক্ট ডিজাইনের কারণে এটি পকেট বা ব্যাগের যে কোনো ছোট জায়গায় সহজেই রাখা যায়। একইসঙ্গে এই ওয়্যারলেস চার্জার একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করে।

Related posts

ঈদ উপলক্ষে ইনফিনিক্সের ‘ঈদ বোনানজা’ ক্যাম্পেইন ২৫ জুন পর্যন্ত

Tahmina

বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ : নাহিদ

Tahmina

বন্যায় ঘরহারাদের ঘর করে দিচ্ছে হুয়াওয়ে

Tahmina

Leave a Comment